নিউজ ব্যাংক ২৪ ডট নেট : লায়ন্স জেলা ৩১৫ এর সাবেক গভর্নর ও সমাজসেবক লায়ন ফারুক মইন (৮০) আর নেই। শনিবার ২রা মে ভোরে তিনি বার্ধ্যক্যজনিত কারনে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না —রাজেউন)।
লায়ন ফারুক মইন নারায়নগঞ্জ ডায়বেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা মহাসচিব। মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত এ প্রতিষ্ঠানের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের(বিএলএফ) এর চেয়ারম্যান ছিলেন।লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ছিলেন হিসেবে দীর্ঘ ৪৫বছর যাবত তিনি সমাজ সেবা করেন। লায়ন ফারুক মইন নারায়নগঞ্জের বাধন কমিউনিটি সেন্টারের মালিক এবং নারায়নগঞ্জের প্রতিষ্ঠিত পাট ব্যবসায়ী প্রতিষ্ঠান মইনউদ্দিন এন্ড কোম্পানীর কর্নধার ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য অসংখ্য আত্বীয় স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন।তিনি শিক্ষানুরাগী কাসেম জামালের ভগ্নিপতি।শনিবার সকালে জামতলা মসজিদে তার নামাজে জানাজা শেষে তাকে মাসদাইর গোরস্থানে দাফন করা হয়।