নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭শে জানুয়ারী বেলা ১২ টায় মগ্যান গালস স্কুল এন্ড কলেজে এ সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম তার ৩ বছরের মাথায় বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছিলাম, স্বাধীনতা বিরোধীরা যখন ক্ষমতায় আসে তখন মুক্তিযোদ্ধাদের হামলা মামলা দিয়ে দৌড়ের উপর রেখেছে। আমরা কোন কাজ করতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের পাশে না দারাতেন তাহলে আমাদের কি হতো তা জানি না। জেলা প্রশাসককে অনুরোধ করে বলেন, ইউএনওদের বলবেন যে যে এলাকায় মুক্তিযোদ্ধারা আছে তাদের নামে রাস্তার নামকরন করলে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে যে এ দেশে যুদ্ধ হয়েছিল তাদের নামে রাস্তা হয়েছে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মান করছে। রূপগঞ্জে ইতিমধ্যে শুরু হয়েছে। সকল মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী ঘর দিচ্ছেন।মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করছেন তিনি।
জেলা পরিষদ নারায়ণগঞ্জের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুল রহমান, সাবেক ডেপুটি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা প্রমূখ।