9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / জেলা ট্রাফিক পুলিশের ব্যারাক উদ্বোধন কালে, নিজ দায়িত্ব এবং কাজের প্রতি আরো নিষ্ঠাবান হওয়ার নির্দেশ- পুলিশ সুপার জাজেদুল আলম

জেলা ট্রাফিক পুলিশের ব্যারাক উদ্বোধন কালে, নিজ দায়িত্ব এবং কাজের প্রতি আরো নিষ্ঠাবান হওয়ার নির্দেশ- পুলিশ সুপার জাজেদুল আলম

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : রৌদ- বৃষ্টি ঝড় অপেক্ষা করে যারা দিন রাত মানুষের সেবা করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সেই কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা হলো ট্রাফিক বিভাগ।  আর সেই ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের জন্য আধুনিক মানের ব্যারাক তৈরি করে আমি খুবই আনন্দিত। আশা করি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যদের আধুনিক অস্থায়ী বাসস্থানের ব্যবস্থায় তারা আরো নিজ দায়িত্ব এবং কাজের প্রতি নিষ্ঠাবান হবেন বলে সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত মন্তব্যে বলেন নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ সুপার মোঃ জা‌য়েদুল আলম (পিপিএম)।

মঙ্গলবার ১লা সেপ্টেম্বর সকাল ১০ টায় নারায়ণগ‌ঞ্জে ট্রা‌ফিক বিভা‌গের উন্নয়নের ল‌ক্ষে ট্রা‌ফিক ব্যারাক এর শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ট্রাফিক ব্যারাকটি নগরীর মে‌ট্টো হল সংলগ্ন  জেলা ট্রা‌ফিক বিভাগ এর নতুন কার্যাল‌য় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, অতিরিক্ত পু‌লিশ সুপার (‌ডি‌বি) জা‌হেদ পার‌ভেজ, অতিরিক্ত পু‌লিশ সুপার ‌মোস্তা‌ফিজুর রহমান, অতিরিক্ত পু‌লিশ সুপার সুবাস চন্দ্র, সিনিয়র সহকারী পু‌লিশ সুপার (ট্রা‌ফিক) আবু সাহ‌লেহ উদ্দিন আহ‌মেদ, চাষাড়া ফা‌রির ইনচার্জ ওয়া‌হিদুল ইমলাম, টি.আই মোল্লা তাছ‌লিম, টি.আই সোহরাব, টি.আই কামরুল,‌ টি.আই বিশ্বজিৎ চন্দ্র দাস প্রমুখ।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …