29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / ‘জি-স্কপ এবং আইসিবি’ না’গঞ্জ জেলার যৌথ উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিল

‘জি-স্কপ এবং আইসিবি’ না’গঞ্জ জেলার যৌথ উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিল

নিউজ ব্যাংক ২৪. নেট : অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টসে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ কর অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টসে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইসিবি নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আইবিসির কেন্দ্রীয় নেতা কাউসার আহম্মেদ পলাশ।

জি-স্কপের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, লুৎফর নাহার লতা, আইবিসির কেন্দ্রীয় নেতা রুহুল আমিন, জি-স্কপের জেলার নেতা এম এ শাহীন, সৈয়দ হোসেন, আইবিসির জেলা নেতা সাহাদাত হোসেন সেন্টু, এইচ রবিউল চৌধুরী, এড. গুমন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, নেতৃবৃন্দ বলেন, শ্রমিক শ্রম দিয়ে সম্পদ তৈরি করে আর শ্রমিককে শোষণ করে মালিক শ্রেণির মুনাফা বাড়ে কিন্তু শ্রমিকের অভাব ও দুঃখ দূর হয় না। শ্রমিকের পরিশ্রমের দাম কম দিয়ে এবং শ্রমিক যা ব্যবহার করে তার সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে মালিকরা মুনাফা করে এবং তা দিন দিন বাড়তেই থাকে। বাংলাদেশের ৬ কোটি ৮২ লাখ শ্রমিক কৃষি-শিল্প, সেবা খাতে কাজ করে। তাদের শ্রমে দেশের জিডিপি, মাথাপিছু আয়, রপ্তানি আয় বাড়ে। কিন্তু তাদের মজুরি পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম। মালিকদের বাড়ি-গাড়ি, ব্যাংকের টাকা, বিদেশে সম্পদ সব বাড়ছে। শ্রমিকরা যে বেতন পায় তা দিয়ে তাদের সংসার চলে না।

নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের দেশে সমস্ত শ্রমিকদের জন্য জাতীয় নিন্মতম মজুরি আইন নেই। ফলে কিছু
খাত ছাড়া সমস্ত ক্ষেত্রেই শ্রমিকদের যেমন খুশি তেমন মজুরি দেয়া হয়। দেশের প্রধান রপ্তানিখাত গার্মেন্টসে চার বছরের অধিক কাল যাবৎ মজুরি বাড়ে নাই। এর মধ্যে নিত্যপণ্যের দাম রেকর্ড পরিমান বেড়েছে। বর্তমান বাজারমূল্য বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করা দরকার। অথচ এবিষয়ে সরকারের কোন উদ্যোগ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …