7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জিয়ার মরনোত্তর বিচার চাই- এড. বাদল

জিয়ার মরনোত্তর বিচার চাই- এড. বাদল

নিউজ ব্যাংক ২৪. নেট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ আগষ্ট বিকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল ভিপি’র আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল ভিপি।
প্রধান অতিথি বাদল ভিপি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাস। তিনি আমাদের এদেশে পাকিস্তানী শাষকদের বিরোদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার দূরসময়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মজিব বঙ্গবন্ধুর পরিবারের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন।বাংলাদেশের স্বাধীনতার পেছনে তার ভুমিকা অপরিসীম।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশের মানুষসহ সারা বিশ্বে আজ আলোচিত। তিনি দেশকে দূভিক্ষের হাত থেকে উদ্ধার করে উন্নয়নশীল দেশে রূপান্তর করার চেষ্টা করে যাচ্ছেন।
বিএনপির প্রতিষ্ঠতা জিয়ার মরনোত্তর বিচার চাই। তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন। তার অপকর্মের বিচার হোক আমরা নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ দাবী জানাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। তার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি আজ দেশে নানা ভাবে ষড়যন্ত্র করছে। বর্তমানে  সরকারি ভাতা, সরকারি অবকাঠামো উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে দেশের জনগণকে নিয়ে আগামী নিরবাচনে নৌকা মার্কায় আবারো ভোট দেয়ার আহবান করেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল কবরবাসির জন্য দোয়া করা হয় এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমানের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …