নিউজ ব্যাংক ২৪. নেট : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম)এর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বন্দর থানা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিলসহ রান্না করা খাবার বিতরণ করা হয়।
১ জুন বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এসব কর্মসূচী সম্পন্ন হয়। এসব কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কেন্দ্রীয় যুবদলের অন্যতম নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তু।
প্রধান বক্তা হিসেবে ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি। কর্মসূচীতে সভাপতিত্বে করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক
সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নবীউল্লাহ নবু। এসব কর্মসূচীতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মিলন, আল আমিন, মজিবুর রহমান, আব্দুল হালিম, আজিজুল হাকিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সদর থানা যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, মহানগর যুবদল নেতা মাসুদ রানা, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদুল্লাহ মুকুল ও বন্দর উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মাসুদ রানা। এতে দোয়া পরিচালনা করেন বন্দর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হারুন অর রশীদ লিটন।