6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / বিনোদন /  জালকুড়িতে পুষ্পধাম আশ্রমের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধুসঙ্গ

 জালকুড়িতে পুষ্পধাম আশ্রমের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধুসঙ্গ

নিউজ ব্যাংক ২৪. নেট : জ্ঞানাবতার প্রেমসুধাকর শাহ্ধসঢ়; সূফি দরবেশ লালন সাইঁজীর নামাশ্রয়ী জীবের ভরসা। তাঁরই নামসুধায় সিক্ত হওয়ার আশায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জালকুড়ি পুষ্পধামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে এ সাধুসঙ্গ। এসো হে অপারের কান্ডারি’ ‘আর কি বসবো এমন সাধ বাজারে, লালনের এই আধ্যত্ম বানীকে প্রতিপাদ্য করে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো সাধুসঙ্গ। আত্মশুদ্ধি, জ্ঞানযোগ আর গুরুকর্মের মধ্য দিয়ে গত বুধবার সন্ধ্যায় প্রবীন সাধু ফকির নহির শাহ্ধসঢ়; সংযোজিত অংশে এ সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে বৃহস্পতিবার পর্যন্ত।

জালকুড়ি পুষ্পধাম আশ্রমের ফকির রমিজ উদ্দিন দেওয়ানের আয়োজনে সাধুসঙ্গে ফকির নহির শাহ্ধসঢ়; পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির মহরম শাহ্ধসঢ়;, ফকির ওয়াজ শাহ্ধসঢ়;, ফকির শাহ-আলমসহ লালন সাঁইজিকে নিয়ে মত্ত সাধু গুরু এবং দেশ বরেণ্য প্রখ্যাত শিল্পীবৃন্দ।

আরও পড়ুন...

আর কখনো মা হতে পারবেন না রানী মুখার্জি

নিউজ ব্যাংক ২৪. নেট : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ক্যারিয়ার মধ্যগগনে ২০১৪ সালে বিয়ে …