নিউজ ব্যাংক ২৪. নেট : জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্দিষ্ট আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে।
রবিবার ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (জাতীয় পার্টির) সঙ্গে সমঝোতা আমাদের আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি।’
আসন সমঝোতা ছাড়াও জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু ভাগাভাগির বিষয় না। বিএনপি ইলেকশন বয়কট করার এবং প্রতিরোধ করার যে ডাক দিয়েছে এই পলিসিটা সবার, সমমনা সবার মধ্যে একটা ঐক্য থাকা দরকার, যারা নির্বাচন করবে। এসব নিয়েও আমরা আলোচনা করেছি। প্রার্থিতার বিষয়টা আজ বিকেল ৪টায় পরিষ্কার হয়ে যাবেন।’
আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে আসনগুলো দিয়েছে তা পেয়ে তারা সন্তুষ্ট কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আপনি জিজ্ঞেস করুন না। আমি কেন বলতে যাবো? আমার সঙ্গে সুন্দর ভাবে আলোচনা হয়েছে। কিছুক্ষণ আগেও আমার সঙ্গে কথা হয়েছে। তারা ক্ষুব্ধ, অভিমান করেছে এসব বিষয় কর্থাবার্তার সুরে নেই।’