নিউজ ব্যাংক ২৪. নেট : অবশেষে জাতীয় পার্টির রাজনীতিতে মূল্যায়িত হয়েছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের বড় সন্তান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান এমপি সহধর্মীনি আলহাজ্ব পারভীন ওসমান।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পদবী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ লাভ করেছেন তিনি । গত ২৪ মার্চ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাক্ক্ষরিত এক চিঠিতে পারভীন ওসমানকে দলের প্রেসিডিয়াম সদস্য করেন। এর আগে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদের দায়িত্বে ছিলেন।
২০১৪ সালের ৩০ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত নাসিম ওসমান জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন। বিগত দিনগুলোতে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের মহাজোটের রাজনৈতিক কলাকৌশলে তিনি ছিলেন প্রথম সারিতে।
দেশে মহামারী করোনার পরিস্থিতি সাভাবিক হতেই রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সহধর্মীনি আলহাজ্ব পারভীন ওসমান।
গত ২১ মার্চ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ ও সাধীনতা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও অতিথি হিসেবে যোগ দেন পারভীন ওসমান।এর আগে গত ২০ মার্চ নগরীর আল্লামা ইকবাল কলেজ রোড এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন পারভীন ওসমান।
এরও আগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মদিন পারভীন ওসমান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। ওই সময়ে পারভীন বলেন, আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের মৃত্যুতে তাঁর শূন্য আসনে উপ-নির্বাচনে নির্বাচিত হওয়া সেলিম ওসমানের নির্বাচনী প্রচারনায় বেশ কিছু অনুষ্ঠানে তাঁর উপস্থিতি লক্ষ্য করা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন দাবী করেন পারভীন ওসমান। তখন গুঞ্জন উঠেছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পারভিন ওসমানই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হবেন। এ নিয়ে পারভীন ওসমান বলয়ে অনেকটাই আত্মবিশ্বাস ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তৎকালীন সংসদ সদস্য সেলিম ওসমানকেই জাতীয় পার্টির মনোনয়ন দেন পার্টি।তখন বঞ্চিত হন তিনি।