নিউজ ব্যাংক ২৪. নেট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
আসামির পক্ষে এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে ৬ নভেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। একই দিন গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেফতার করে র্যাব।