30 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / জাগ্রত সংসদ ও প্রজেক্ট এক টাকার খাবার এর পক্ষ থেকে বিয়ের রান্না করা খাবার বিতরন

জাগ্রত সংসদ ও প্রজেক্ট এক টাকার খাবার এর পক্ষ থেকে বিয়ের রান্না করা খাবার বিতরন

নাম প্রকাশে অনিচ্ছুক এক নবদম্পতির বিয়ের অতিরিক্ত খাবার ঘুমিয়ে থাকা পথচারিদের মধ্যে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ  ও প্রজেক্ট এক টাকার খাবার নারায়নগঞ্জ এর পক্ষ থেকে গভীর রাতে রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষ কে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া,  অর্থ সম্পাদক ও প্রজেক্ট এক টাকার খাবার এর সেচ্ছাসেবী মিশুক সাহা প্রজেক্ট এক টাকার খাবার এর নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি শাখাওয়াত হোসেইন এবং অপু দাস

নারায়নগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া বলেন, মিশুক সাহার মাধ্যমে রাত ১ টার সময় খবর আসে এক বিয়ের অনুষ্ঠানে খাবার বেশী হওয়ায় তারা গরীব মানুষদের আহার করাতে চায় তাই সাথে সাথে আমি সেখানে চলে যাই। গিয়ে দেখি ২৫০ জনের খাবার বেশী হয়েছে। তা আমরা সাথে সাথে প্যাকিং করে বিতরন করে ফেলি রাতেই।
প্রজেক্ট এক টাকার খাবার এর নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি শাখাওয়াত হোসেন জানান আমরা খবর পেয়ে রাতেই সবাই এক সাথে খাবার প্যাকিং করে খাবার বিতরন করে নবদম্পতির জন্য দোয়া চেয়ে তাদের মুখের হাসি দেখে বাসায় ফিরে আসি। আমার সাথে অপু দাস এবং উদ্যোক্তা মিশুক সাহার মাধ্যমেই আমরা এতো সুন্দর ভাবে একটি কর্ম সম্পাদন করে বাসায় আসি।
অপু দাস বলেন আমরা সব সময় প্রস্তুত থাকি কখন এই ধরনের কাজ এর ফোন আসবে আর সাথে সাথে আমরা সেই কাজ গুলির জন্য একসাথে নেমে মানুষের পাশে দাড়াতে পারবো। মিশুক সাহাকে ধন্যবাদ আমাদের কে এই সুন্দর কাজে রাখার জন্য। ভবিষ্যতে যদি কখনো এই ধরনের খাবার বেশী হয় কোন অনুষ্ঠানে আমাদের জানালে আমরা চলে আসবো বিতরনের জন্য

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …