নিউজ ব্যাংক ২৪ ডট নেট: নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কমিটির সদস্য মাহিন আহমেদ রাহাদের ব্যাক্তিগত উদ্যোগে ১৫০ (একশত পঞ্চাশ) জনের ইফতার সামগ্রি বিতরন করা হয় এ সময় রাহাদের পাশে ছিলো এলাকার যবসমাজ। সকলে রাহাদের এই কাজে উৎসাহ প্রদান করেন।
রাহাদ বলেন আমি নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের কমিটির সদস্য হয়েছি মাত্র। এর মধ্যেই বুঝতে পেরেছি সমাজ সেবা করার মধ্যে অন্যরকম শান্তি আছে। এর আগেও আমি আমার এলাকাবাসিকে নিয়ে ত্রান সামগ্রি এবং জীবানুনাশক স্প্রে করেছি এলাকায়। সকলের দোয়া ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।