29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে প্রাণ রক্ষার আকুতি- নৌ পুলিশের সহায়তায় ১৫ জাহাজ শ্রমিক উদ্ধার

জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে প্রাণ রক্ষার আকুতি- নৌ পুলিশের সহায়তায় ১৫ জাহাজ শ্রমিক উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট :  ঢাকা থেকে প্রায় ৯০০ টন সিমেন্ট নিয়ে মোংলা যাচ্ছিল এমভি প্রিমিয়ার-৫ নামের একটি লাইটার জাহাজ। পথে বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাটের নিকটে এক পাশে কাত হয়ে পানি ঢুকে জাহাজটি ডুবতে শুরু করে।

এমন তথ্য জানিয়ে রবিবার বেলা ১১টার দিকে আসাদুজ্জামান নামে জাহাজের একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।

তিনি জানান, জাহাজটিতে তারা ১৫ জন শ্রমিক আছেন।কলার তাদের উদ্ধারের অনুরোধ জানান। পরে নৌ পুলিশ তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল আশরাফুল ইসলাম কলটি রিসিভ করেছিলেন।

আশরাফ তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। সংবাদ পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ইতিমধ্যে জাহাজটি নিমজ্জিত হয়ে গেছে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন বলে জানান তিনি।

আরও পড়ুন...

না’গঞ্জে ঝুটের গোডাউনে আগুন 

নিউজ ব্যাংক ২৪. নেট  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে …