20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / জনসমাগম রোধে শিমরাইল মোড়ে র‍্যাব-১১

জনসমাগম রোধে শিমরাইল মোড়ে র‍্যাব-১১

 

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকায় অবস্থান নিয়ে জনসাধারণকে সমাগম না করতে এবং কোন কাজ ব্যতিত বাইরে অবস্থান না করতে অনুরোধ করে মাইকিং করে র‍্যাব। এ সময় সকলকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করা হয়।

র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, করোনা সংক্রামণের ঝুঁকি এড়াতে জনসমাগম না করতে সরকারি নির্দেশনা রয়েছে। আমরা র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে মানুষকে জনসমাগম না করতে সচেতন করতে মাঠে রয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, মানুষকে কোন কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এটি তাদের নিজেদের বেঁচে থাকা ও করোনা আক্রান্ত হবার ঝুঁকি থেকে বেঁচে থাকার জন্য। আমরা মনে করি নারায়ণগঞ্জবাসী সচেতন এবং তারা এ নির্দেশনা অতি দ্রুত মেনে বাড়ি ফিরে যাবেন। নিজে বাঁচুন পরিবারকে বাঁচান ও দেশকে বাঁচান। এসময় আরো উপস্থিত ছিলেন র‍্যাব ১১ এর সহকারি পুলিশ নাজমুল হাসানসহ বিপুল সংখ্যক র‍্যাব সদস্য।

আরও পড়ুন...

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা দেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন করে মিয়ানমার থেকে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ …