নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনি জননী পারভীন ওসমানের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার ৩০শে ডিসেম্বর বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়াস্থ বালুরমাঠে জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শাহ আলম সবুজের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন রুপু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বন্ধন, মহানগরের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদি, সদর উপজেলা আহ্বায়ক ওসমান গণি জুয়েল, সদস্য সচিব নাফিজ রহমান, যুগ্ম আহ্বায়ক লোকমান সরকার টিটু, আবু সায়েম মনির, রুবেল হাসান শুভ, বন্দর উপজেলা আহ্বায়ক নয়ন সরকার, সদস্য সচিব পারভেজ আহমেদ সহ প্রমুখ।
এসময় ৫ শতাধীক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।