15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / জনগনের জীবন রক্ষার্থে সরকারের নির্দেশনা সঠিকভাবে মেনে চলা উচিত- মোহাম্মদ আলী

জনগনের জীবন রক্ষার্থে সরকারের নির্দেশনা সঠিকভাবে মেনে চলা উচিত- মোহাম্মদ আলী

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  সাবেক কমান্ডার নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের কারনে আজ মানুষ দিশেহারা হয়ে পরেছে। মহামারী এই দূর্যোগ মোকাবেলায় আমাদের দেশের সরকারের একার পক্ষে সম্ভব না। তাই দেশের বৃহৎ জনগনের জীবন রক্ষার্থে সরকারের নির্দেশনা সঠিকভাবে মেনে চলা উচিত।
শনিবার ১৬ই মে  দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে  মডেল ডি গ্রুপ এর ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কমান্ডার মোহাম্মদ আলী আরো বলেন, আমরা কিন্তু অনেকেই করোনা প্রতিরোধে সরকারের দিক নির্দেশনা সঠিকভাবে মেনে চলছি না। আমরা যদি এই সময় সরকারকে সাহায্য না করি তাহলে কিভাবে এই মহামারী দূর্যোগ মোকাবেলা করবে সরকার। আপনারা যারা মুক্তিযোদ্ধা কমান্ডার আছেন আপনারা সবাইকে বোঝাবেন সচেতন হওয়ার জন্য ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য। আশাকরি আল্লাহর অশেষ রহমতে অচিরেই এই মহামারী আমাদের দেশ থেকে চলে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সাবেক জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন, যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল রহমান,  সাবেক জেলা ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা,  সাবেক সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস,  বন্দর উপজেলা ডেপুটি কমান্ডার মো. নাছির,  সোনারগাঁও উপজেলা কমান্ডার সোহেল, ডেপুটি কমান্ডার ওসমান গনী,  আড়াইহাজার উপজেলা প্রতিনিধি রুহুল আমিন প্রমুখ।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …