7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / ছাত্র আন্দোলন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে- মুহাইমিন জিহান

ছাত্র আন্দোলন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে- মুহাইমিন জিহান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন,বাবা-মায়ের পরে শিক্ষকদের অবস্থান। কাজেই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে চলা। শিক্ষকদের ক্ষেত্রেও ছাত্রদের স্নেহ-ভালবাসা দিয়ে শিক্ষাদানে উৎসাহিত করতে হবে। শিক্ষকদের প্রতি ছাত্রদের অসম্মানের ঘটনায় যেমন ব্যবস্থা নেয়া হবে ছাত্রদের প্রতি অবিচার নির্মম কিছু হলেও তার বরদাশত করা হবেনা।
৫ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাইমিন আল জিহান আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র আন্দোলন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তাদের এ অবদান আমাদের সারাজীবন মনে থাকবে।
বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খানের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, আলহাজ্ব খোরশেদুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ও সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পংকজ দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন...

আন্দোলনকারীরা শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে

নিউজ ব্যাংক ২৪. নেট : কোটা সংস্কার আন্দোলনে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, আজকের …