নিউজ ব্যাংক ২৪. নেট : ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, সরকার ঘোষিত নিম্নতম মজুরি ৮ হাজার টাকা এবং ৯ দফা
বাস্তবায়নের দাবিতে ফতুল্লা থানার পুলিশ লাইন টাগারপাড় শিল্পাঞ্চলে অবস্থিত নীট গার্ডেন গার্মেন্টসের শ্রমিকেরা মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার বিকেল ৩ টায় অত্র শিল্পাঞ্চল থেকে বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে কারখানা শ্রমিক কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খান, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কারখানার শ্রমিক রফিকুল ইসলাম, রাজা, সুমি, আসমা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কারখানার মালিক কর্তৃপক্ষ ৪৫ থেকে ৫০ জন প্রোডাকশন শ্রমিক ও ৪২ জন বেতনভুক্ত শ্রমিকদের বে-আইনিভাবে ছাঁটাই করে। বাংলাদেশ সরকার ঘোষিত ২০১৮ সালের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা বাস্তবায়ন করে নাই এখনো পর্যন্ত। সকল শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করে নাই মালিক কর্তৃপক্ষ। স্ব-বেতনে মাতৃত্বকালীন ছুটি দেয় না। অর্জিত ছুটির টাকা পরিশোধ করে না।শ্রমিকেরা আইন মেনে রিজাইন দিলে সার্ভিস বেনিফিটের টাকা মালিক কর্তৃপক্ষ পরিশোধ করে না। শ্রমিকেরা ৯ দফা বাস্তবায়নের জন্য মালিক কর্তৃপক্ষ সহ বিকেএমইএ, শ্রম দপ্তর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছে। এই কারখানার মালিক কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনা করে না। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল সহ সকল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হওয়ায় শ্রমিকের বেঁচে থাকা দুর্বিসহ হয়ে পড়েছে। ডলারের দাম বৃদ্ধি হওয়ায় মালিকেরা অবমূল্যায়ন করে অধিক মুনাফা লুফে নিয়েছে। বাংলাদেশ সরকার মালিকদের করোনাকালীন সময়ে সাড়ে ১০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে। কিন্তু গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের বেতন ৬০ থেকে ৬৫ শতাংশ কম দিয়েছে। সাড়ে ৪ বছর পূর্বে নিম্নতম মজুরি ঘোষণা করেছিল সরকার। আজ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ গার্মেন্টসে নিম্নতম মজুরি বাস্তবায়ন হয় নাই। সরকারের শ্রম মন্ত্রণালয়, শ্রম দপ্তর, শিল্প পুলিশ কেন এগুলো দেখছে না নেতৃবৃন্দ প্রশ্ন করে।
নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে শ্রমিকদের ৯ দফা সহ সরকার ঘোষিত নিম্নতম মজুরি সকল সেকশনে গ্রেড অনুযায়ী বাস্তবায়ন ও ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবী জানান। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সব সময় শ্রমিকদের ন্যায্য দাবির সাথে সব সময় থাকবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন সংগ্রাম চলবে।