নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইয়াবা কেনা বেচার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ফতুল্লা থানায় খবর দিলে ওই যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে অনিক নামে আরেক যুবক কৌশলে পালিয়ে গেছে।
গত সোমবার ১১ সেপ্টেম্বর সন্ধায় চাষাঢ়া কলেজ রোড রূপায়ন এস বেইলি টাওয়ারের সামেন ওই ঘটনা ঘটে। আটকৃত মাদক ব্যবসায়ীর নাম জিহাদ (২৪)।
তিনি মাসদাইর পাঁচ তলা এলাকার মৃত ইয়ামিন মিয়ার ছেলে ও জুয়েলের বাড়িতে বসবাস করেন। তাকে তল্লাশী চালিয়ে ৪ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ টাকা, ৩টি মোাবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইয়াবা কেনা বেচার সময় জিহাদ নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। এসময় তার সাথে থাকা অপর যুবক পালিয়ে যান। এসময় জিহাদ তার হাতে থাকা ইয়াবা ফেলে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আমলাপাড়া মাইচ্ছা পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফতির ছেলে অনিকের থেকে সে এই ইয়াবা কিনেছে। খোঁজ নিয়ে জানা গেছে আটক জিহাদ মাসদাইর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরে স্থানীয়রা ফতুল্লা মডেল থানায় খবর দিলে এএসআই মোখলেছের নেতৃত্বে পুলিশের একটি দল এসে তাকে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) নুরে আযম জানান, একজন মাদকব্যবসায়ীকে আটক করে প্রলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ কর্যক্রম নেওয়া হবে।