নিউজ ব্যাংক ২৪. নেট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি ১৫ লাখ টাকার (৫.৩৩৬ কেজি) স্বর্ণের চালান আটক করা হয়েছে। দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাইয়ের এফজেড৫০১ (FZ501) ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাবরিনা আমিন জানান, এই ফ্লাইটের দুই যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চালান হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে হজরত শাহজালাল এয়ারপোর্টে বিশেষ সতর্কতা নেওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট বিমানবন্দরের সাত নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হলে ১৪এ ও ১৩এফ সিটের লিউ ঝংলিয়ান এবং চেন জেং নামের দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
পরে তাঁদের তল্লাশি করে কাঁধব্যাগ থেকে তিনটি চার্জার লাইট জব্দ করা হয়। চার্জার লাইটগুলোর ব্যাটারি থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ৪৬টি সোনার বারের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এই সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।
জব্দ করা সোনা গুল্ক গুদামে জমা ও আটক যাত্রীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।