5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে বলাৎকার- থানায় মামলা দায়ের

চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে বলাৎকার- থানায় মামলা দায়ের

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের অবুঝ শিশুর ইচ্ছার বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গত ১৮ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর থানার হরিপুর এলাকার জনৈক আবু মিয়ার ভাড়াটিয়া ঘরে বলাৎকারের ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২(৩)২০।

মামলার বাদিনী সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বন্দর হরিপুর এলাকার পারটেক্স গ্রুপে কাজ করে। ঘটনার দিন গত ১৮ মার্চ বুধবার সে কাজে চলে যাওযার পর শিশুটির মা সাংসারিক কাজে ব্যাস্ত থাকে। ওই দিন দুপুরে ভিকটিম শিশুটি তার নিজ বাড়ি সামনে খেলা করছিল। দুপুর আনুমানিক ২টায় একই এলাকার ইউসুফ মিয়ার লম্পট ছেলে রাকিব (১৮) চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ভাড়াটিয়া ঘরে নিয়ে যায়। পরে লম্পট রাকিব শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলাৎকার করে। ওই সময় শিশুটি চিৎকার করলে আশে পাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে আসলে, ওই সময় লম্পট রাকিব দরজা খুলে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম বলাৎকারের ঘটনাটি সত্যতা স্বিকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বলাৎকারের ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রেখেছি।

আরও পড়ুন...

‘ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা’

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে সীমান্তে হত্যা বড় বাধা বলে মন্তব্য করেছেন …