2 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য নিহত

গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য নিহত

নিউজ ব্যাংক ২৪. নেট : গাইবান্ধার পলাশবাড়ীতে যুবকের এলোপাতারি ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খুন হয়েছেন।

গত সোমবার ২৫ সেপ্টেম্বর রাত ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামে দুই জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, রাতে ছিঁচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়। তারা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত দশটার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথ রোধ করলে প্রহরী খায়রুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। এতে বাদশাসহ প্রতিবেশী দুজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। বাদশা মিয়া, উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীবাকর অধিকারী জানান, এ বিষয়ে মামলা দায়েরে এর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …