10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / গত ১৪ -১৬ নভেম্বর ১৮ যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে- ফায়ার সার্ভিস

গত ১৪ -১৬ নভেম্বর ১৮ যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে- ফায়ার সার্ভিস

নিউজ ব্যাংক ২৪. নেট : ১৪ নভেম্বর থেকে থেকে ১৬ নভেম্বর রাত ৭টা পর্যন্ত মোট উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে।

এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২৮ ইউনিট ও ১৫৩জন জনবল কাজ করে।

বিস্তারিত :

১৪ নভেম্বর বেলা ১ টা ৫ মিনিটের সময় -সবুজবাগ, মুগদা এলাকায় ১টি কাভার্ড ভ্যানে আগুন ।রাত ৮ টা ২৫ মিনিটে – নবাবের বাগ উওরপাড়া, বেরিবাদ মিরপুর ১, মানারাত ইন্টারন্যাশনাল ইনভারসিটি এলাকায় দুটি বাসে আগুন। রাত ৯ টা ২৮ মিনিটে -মিরপুর ১০, বিআরটিস ‘র ১টি বাসে আগুন। রাত ১১ টা ৩ মিনিটে – দ্বীপনগর, বেড়িবাঁধ, মিরপুর। শুকতারা পরিবহনের ১টি বাসে আগুন।

১৫ নভেম্বর-২০২৩ বিকাল৬ টা ৫ মিনেটে  নয়া বাজার, বনপাড়া, নাটোর এলাকায় ১টি কাভার্ড ভ্যানে আগুন। বিকাল ৬.৩৫-মিরপুর ১১-মোহনা নামে ১টি বাসে আগুন। রাত ৮ টা ৪৩ মিনিটে দাশপাড়া,শাহপরান, সিলেট সদর এলাকায় ১টি লেগুনাতে আগুন। রাত ৮ টা ৫৫ মিনিটে -শাকপালা, বগুড়া সদর এলাকায় ১টি কাভার্ড ভ্যানে আগুন। রাত ১০টায় -দোহার বাজার, দোহার এলাকায় ১টি ট্রাকে আগুন। রাত ১০ টা ৫০ মিনিটে -খুলশি, ওয়াসার মোড়, চট্টগ্রাম এলাকায় ২টি বাসে আগুন।

(১৬ নভেম্বর-২০২৩)

বেলা ১২টা ১৫ মিনিটে- বগুড়ার শেলপুরের মহিপুর নামক স্থানে ১টি ট্রাকে আগুন। বেলা ১২ টা ২৫ মিনিটে – ঝালকাঠির কলেজ মোড়ে ১টি লেগুনায় আগুন। বেলা ১২ টা ৫০ মিনটে – বগুড়া সদরের জয়বাংলা হাট নামক স্থানে ১টি ট্রাকে আগুন। দুপুর ১ টায়- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে ১টি মিনি ট্রাকে আগুন। বিকাল ৩ টা ২ মিনিটে- টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার নামের ট্রেনে আগুন। বিকাল ৩ টা ৫০ মিনটে – চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ১টি ট্রাকে আগুন।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …