নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ক্যান্সার আক্রান্ত নারায়ণগঞ্জ জেলার সাবেক ১ম শ্রেণীর ক্রিকেটার বন্দর নিবাসী ক্রিকেট কোচ শাওনের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পিক আউট।
বুধবার ১৫ই জুলাই বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শাওনের হাতে এ চেক তুলে দেন সামাজিক সংগঠন স্পিক আউট।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি।
জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু।

প্রধান অতিথি শামীম ওসমান বলেন, শাওনের জন্য যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জন্মটা অনিশ্চিত কিন্তু মৃত্যুটা নিশ্চিত। যে জন্মাবে তাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আমরা সাথে কি নিয়ে যাচ্ছি ? এইটা হলো মূল ব্যাপার। প্রতিটি ধর্মে এবং মনুষ্যত্বের ধর্মে পরিষ্কারভাবে বলা আছে, আমরা দুনিয়াতে শুধু খেতে আসি নাই, কিছু করতে এসেছি এবং যেটা করতে এসেছি তা হলো মানুষের জন্য করা বা জীবের জন্য করা।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এআইজি মালিক খসরু বলেন, সারাবিশ্বে দুঃসময় চলছে। আমরা বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করতে পারবো না। তাই আমাদের নৈকট্য বাড়াতে হবে। আজকে শাওন যে সমস্যায় পরেছে তা যে কেউ পরতে পারে। তাই সবার দিকে খেয়াল রাখতে হবে। সরকার সবকিছু দিতে পারবে না। সবাইকে মিলে করতে হবে, যার একটি অংশ স্পিকআউট। সামনে কোরবানী ঈদ এই ঈদের মহিমান্বিতকে সামনে রেখে যদি আমরা সামনে আগাই তাহলে অনেকের পাশেই দাড়ানো সম্ভব।
স্পিক আউটের চেয়ারম্যান সুপান রায় বলেন, শুধুমাত্র শাওনের পাশে না আমরা এরকম আরো অনেক পরিবারের পাশে দাড়িয়েছি এবং দেশের যেকোনো দরকারে আমরা পাশে দাড়াবো। আজকে আমাদের পক্ষ থেকে শাওনকে একটি ক্যামো থেরাপির ব্যবস্থা করে দেয়া হলো এবং বাকি ক্যামো থেরাপিগুলোর ব্যবস্থা আমরা করে দিবো।