নিউজ ব্যাংক ২৪. নেট : কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লা শহরতলী শাসনগাছা এলাকায় রাব্বি ও সাককু গংদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জামিল হাসান অর্ণব (২৩) শহরতলী শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন।
গুলিবিদ্ধরা হলেন: নিশাদ, নাজমুল, অনিক ও মোহন।
স্থায়ীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাব্বির মালিকানাধীন মারুতি গাড়ি ভাঙচুর করে সাক্কু গ্রুপের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজের পর রাব্বি গ্রুপ দলবল নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া সাক্কুর এলাকায় যায়। নামাজ শেষে রাব্বি গ্রুপ হামলা করে সাক্কু গ্রুপের সদস্যদের ওপর। এই সময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে সাক্কু গ্রুপের ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে স্থানীয়রা তাদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেইখানে মারা যান অর্ণব। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন গণমাধ্যমে জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।