17 Falgun 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে দুটি এলাকায় মাস্ক, হ্যান্ড ওয়াস ও হ্যান্ড গ্লাফ্স বিতরন

কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে দুটি এলাকায় মাস্ক, হ্যান্ড ওয়াস ও হ্যান্ড গ্লাফ্স বিতরন

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : করোনা ভাইরাস প্রতিরোধে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে ওয়ার্ডবাসীদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, হ্যান্ড ওয়াস ও হ্যান্ড গ্লাফস্ বিতরন করা হয়েছে।

শুক্রবার ২৭মার্চ বিকেলে একরামপুর ইস্পাহানী ও জেলেপাড়া এলাকায় ওয়ার্ড বাসীদের মাঝে এ সচেতনতামুলক সামগ্রী বিতরন করা হয়।

এ সময় কাউন্সিল দুলাল প্রধানের স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকাসহ হাত ভাল করে সাবান দিয়ে ধৌত করার জন্য তাগিদ দেওয়া হয়। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করা ও জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাহিরে বের হলে অবশ্যই মসাস্ত ও হ্যান্ড গ্লাভস পড়ে বের হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড সমাজ সেবক জসিম উদ্দিন প্রধাণ,জাকির প্রধান, মহানগর ছাত্রলী মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, অনিক তালুকদার অপু, সমাজ সেবক নাজির মিয়া, রাজু, রবিন, বাপ্পি, অর্জুন, আলম, সতেজ, পিয়াস, শামীম, সোহেল, মামুন প্রমূখ।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …