20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / করোনা ভাইরাসের আপদকালীণ সময়ে ৩৭৫ জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

করোনা ভাইরাসের আপদকালীণ সময়ে ৩৭৫ জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  (বরগুনা প্রতিনিধি) :  করোনা ভাইরাসের আপদকালীণ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আমতলী পৌরসভার ৩৭৫ জেলে পরিবারের মাঝে সামাজিক সুরক্ষা বজায় রেখে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। শনিবার এ খাদ্য সহায়তা বিতরন করেন ইউএনও মনিরা পারভীন ও মেয়র মতিয়ার রহমান।

জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার জেলে। এ সকল জেলে পরিবারকে করোনা ভাইরাসের আপদকালীণ সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএনও মনিরা পারভীন ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান শনিবার আমতলী পৌরসভার ৩৭৫ জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে ৪০ কেজি চাল বিতরন করা হয়।

খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপদকালীণ সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৩৭৫ জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …