15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / করোনা দুর্যোগের কারণে মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতীকী মানববন্ধন

করোনা দুর্যোগের কারণে মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতীকী মানববন্ধন

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : মহান মে দিবস উপলক্ষে ১লা মে সকাল ৯ টায় ২ নং রেল গেইটে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে করোনা দুর্যোগের কারণে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কমরেড নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক রুহুল আমিন সোহাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার প্রধান সংগঠক প্রদীপ সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ ।

নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ১৩৪ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ নয়, ৮ ঘণ্টা কাজ-এই দাবিতে আন্দোলন গড়ে ওঠেছিল। এ আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আর মিথ্যা অভিযোগে ফাঁসিতে জীবন দিয়েছিলেন শ্রমিকনেতা অগাস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার। মালিক এবং সরকার ভেবেছিল ফাঁসি দিয়ে শ্রমিক নেতাদের হত্যা করে আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা আন্দোলন হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। এ আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে। পরবর্তিতে ১৮৮৯ সালে বিশ^সাম্যবাদী আন্দোলনের নেতা ফ্রেডরিক এঙ্গেলসের নেতৃত্বে ‘দ্বিতীয় আন্তর্জাতিকের প্যারিস কংগ্রেসে’ প্রতিবছর ১ মে আন্তর্জাতিক বিক্ষোভ দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সালের নিউইয়র্কে প্রথম মে দিবসের সমাবেশের প্রস্তাবে লেখা হয়, ‘৮ ঘণ্টা কাজের দিনের দাবিপূরণের সংগ্রাম আমরা চালিয়ে যাব কিন্তু কখনো ভুলবো না, আমাদের শেষ লক্ষ্য হল (পুঁজিবাদী) মজুরি ব্যবস্থার উচ্ছেদ সাধন’। তারপর থেকেই ৮ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি আর পুঁজিবাদ উচ্ছেদের সংগ্রাম একসাথেই চলছে।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে করোনা সংক্রমনের কারণে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি এবং পরবর্তীতে লকডাউন চলছে। দেশের অর্থনৈতিক অবস্থার বিবেচনায় এবং বিদেশে গার্মেন্টসের বাজার ধরে রাখার কথা বলে মালিকরা ২৬ এপ্রিল থেকে গার্মেন্টস চালু করেছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সীমিত মাত্রায় চালুর কথা বলা হলেও বাস্তবে অধিকাংশ কারখানাই চালু করে দেওয়া হয়েছে এবং নামমাত্র স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এতে শ্রমিকরা মারাত্মক করোনা ঝুঁকির মধ্যে পড়েছে। সরকার বলেছে সাধারণ ছুটির সময় কোন শ্রমিক ছাঁটাই হবে না ও লে-অফ কার্যকর হবে না, কর্মরত শ্রমিকরা পূর্ণ মজুরি ও ছুটি ভোগ করা শ্রমিকরা ৬০ ভাগ মজুরি পাবে। কিন্তু বাস্তবে ব্যাপক শ্রমিক ছাঁটাই চলছে। কোন গার্মেন্টসে করোনাকালীন সময়ে বিশ^ স্বাস্থ্য সংস্থা নির্দেশিত কোন স্বাস্থবিধি মানা হচ্ছে না।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগপূর্ণ সময়ে কাজ করার কারণে শ্রমিকদের ঝুঁকি ভাতা দেওয়া প্রয়োজন এবং ছুটিতে থাকা শ্রমিকদের মজুরি কাটা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। দুর্যোগের সুযোগ নিয়ে মালিকরা নানা পন্থায় শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা করছে। তার কাজের অধিকারটিও কেড়ে নিচ্ছে। অপ্রাতিষ্ঠানিক দিনমজুর শ্রমিকদের জন্য সরকার নানারকম খাদ্য সহায়তার কথা বললেও বাস্তবে দুর্নীতি, লুটপাট, দলীকরণ ও সরকারের অপর্যাপ্ত বরাদ্দের কারণে বেশিরভাগ অপ্রতিষ্ঠানিক শ্রমিক এখনও কোন সরকারি সহায়তা পায়নি। প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ক্ষেত্রে মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থ নিতে হবে। অপ্রাতিষ্ঠানিক প্রত্যেক শ্রমিকদের ত্রাণ নয় আর্মি রেটে রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।

মহান মে দিবসের শিক্ষা লড়াই করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা। দুর্যোগের এই সময়ে সরকার ও মালিকরা যদি শ্রমজীবীদের প্রতি বঞ্চনার এই মনোভাব বজায় রাখে তবে অধিকার প্রতিষ্ঠায় কোন বিধিনিষেধই শ্রমিকদের আটকে রাখতে পারবে না।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …