নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা উপসর্গে রিমন সাউদ (২৪) নামে ছেলের মৃত্যুর খবর শুনে ১ঘন্টা পর হার্ট এটাকে বাবা হাজী ইয়ার হোসেন (৬০) ও মৃত্যুকোলে ঢলে পড়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ সরদারপাড়া (আজীবপুর) এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ঐ এলাকার রাস্তায় বাঁশ দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও তাদের রিপোর্ট আসেনি বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে ছেলে মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এটাক করেন বাবা হাজী ইয়ার হোসেন। বাবাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যুবরণ করেন। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।