7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / করোনার কারনে বিকাল ৩টার মধ্যে এ বছর নাঃগঞ্জে প্রতিমা বিসর্জন হবে – এসপি জায়েদুল

করোনার কারনে বিকাল ৩টার মধ্যে এ বছর নাঃগঞ্জে প্রতিমা বিসর্জন হবে – এসপি জায়েদুল

 

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারর্দীয় দুর্গোসব। এ উপলক্ষে প্রতি বছরের মত এ বছরও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। তবে দেশে চলমান করোনা ভাইরাসের প্রভাবের কারণে প্রত্যেকটি মন্ডপে এবার অন্যান্য বছরের মত স্থায়ী ভাবে পুলিশ দেওয়া হয়‌নি। তাছাড়া সোমবার ২৬ শে অক্টোবর বিকাল ৩টার মধ্যে আমরা পূজা বিসর্জন দিয়ে সারা দেশে রেকর্ড গড়তে চাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম (পিপিএম)।

রবিবার ২৫ শে অক্টোবর সন্ধ্যায় আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা কিশোর গ্যাং এর সাথে জড়িত, জঙ্গীবাদের ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তারা বিনাশ হয়ে যাবে। দূর্গাকে বলা হয় মা দূর্গাতিনাশিনী। তিনি আমাদের সকল দূর্গতি নাশ করে দিবেন। যে বিট পুলিশিং রয়েছে তার মাধ্য‌মে আমরা বিভিন্ন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে টিম করে দিয়েছি। এসকল টিম চব্বিশ ঘন্টা প্রত্যেকটি পূজা মন্ডপে ঘুরে ঘুরে যাচ্ছে এবং সেখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। একই সাথে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন, আমলাপাড়া পূজা মন্ডপ কমিটির সভাপতি ও এফবিসিসিআইএ’র চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ সহ প্রমুখ।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …