নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ এক বিবৃতিতে বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের বিজয়ের প্রথম দৃষ্টান্ত । বিজয়ের ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ গোটা বিশ্বকেও বিজয় করেছিলো একদিন। তাই আজও সকল তাগুতী মতাদর্শের মূলোৎপাটন ঘটিয়ে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে মুসলিম উম্মাহকে আবারো ঘুরে দাড়াতে হবে। বদরের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র সবখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করবে।
সোমবার ১১ই মে (১৭ই রমজান) বিকাল ৫টায় দেয়া ঐ বিবৃতিত্বে তিনি আরও বলেন, গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে প্রায় ৩০০০ (তিন হাজার পরিবার) কে সহায়তা করেছি। আগামী ১৯ রমজান আমারো প্রায় ১৫০ পরিবারকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিতে লকডাউন শিথিল হওয়ায় দিন দিন আমরা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। এর থাবা কোন পর্যন্ত যায় তা এখন সময়ের ব্যাপার মাত্র।