22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খেলাধুলা / এপোলো’স সিটি ফুটবল ক্লাবের আয়োজনে এবং জাগ্রত সংসদের সৌজন্যে এপোলো’স কনফেডারেসন কাপ ২০২০ শুরু

এপোলো’স সিটি ফুটবল ক্লাবের আয়োজনে এবং জাগ্রত সংসদের সৌজন্যে এপোলো’স কনফেডারেসন কাপ ২০২০ শুরু

নিউজ ব্যাংক ২৪ ডট নেট: এপোলো’স সিটি  ফুটবল ক্লাবের আয়োজনে এবং জাগ্রত সংসদের সৌজন্যে এপোলো’স কনফেডারেসন কাপ ২০২০ শুরু হচ্ছে। আগামি ১৬- ১৮ সেপ্টম্বর অগ্রনি ব্যংকের কোয়াটারে এই ডে নাইট ম্যাচ অনুষ্ঠিত হবে।  এ ব্যাপারে জানতে চাওয়া হলে আয়োজক আলি আরাফ জানান ,এপোলো’স কনফেডারেসন কাপ ২০২০ এপোলো’স সিটি ক্লাব ফুট

বল ক্লাবের আয়োজনে এবং নারায়ণগঞ্জ  জাগ্রত সংসদের  আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হবে। অনেক জাকজমক ভাবে আগামি ১৬ ই সেপ্টেম্বর উদ্বোধন হবে এবং ফাইনাল ম্যাচ  এবং পুরষ্কার বিতরন হবে আগামি ১৮ ই সেপ্টেম্বর। স্বাস্থবিধী মেনে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

টুর্নামেন্ট কাঠামো এবং পুরস্কার  ৪ দলে ভাগ হবে ১৬ দল প্রতিটি দলে ‘১২ জন খেলোয়াড় থাকতে পারে (সর্বনিম্ন ৯ জন খেলোয়াড়) প্রতিটি দলে চ্যাম্পিয়ন নকআউট স্টেজ খেলার যোগ্যতা অর্জন করবে প্রথম পুরস্কার: ৪০০০ টাকা পুরস্কার বন্ড একটি চ্যাম্পিয়ন ট্রফি, দ্বিতীয় পুরস্কার: রানার আপ ট্রফি এন্ট্রি ফি ফেরত সহ।
রেজিস্ট্রেশন : ৳ ১৩০০ । পরিচালনায়: আলী আরাফ ০১৬৭৭২৩৯৪৪৭, ইসতিয়াক আহমেদ ০১৭৯৮৮১৮৪৯৮, শিশির চন্দ্র ০১৫২১২১৫৯১৫ এবং মো: তৌসিফ।

আরও পড়ুন...

চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত টাইগারদের

নিউজ ব্যাংক ২৪. নেট : জিম্বাবুয়ের বিপক্ষে আগের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। …