22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / এন সোস্যাল অরগাইনাশনের এডমিন ফাহিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সকলের দোয়া প্রার্থি।

এন সোস্যাল অরগাইনাশনের এডমিন ফাহিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সকলের দোয়া প্রার্থি।

নারায়ণগঞ্জ এন সোস্যাল অরগানাইজেশনের এডমিন ফাহিম অসুস্থ হয়ে মালেশিয়ার কেপি জে স্পেসালাইজড  হাসপাতালে ভর্তি  আছেন। তিনি এনায়েত নগর ইউনিয়নের বাসিন্দা। এবং ছাত্রলীগ নেতা।  তিনি মালেসিয়াতে লেখাপড়ার জন্য অবস্থান করছেন।

এ ব্যাপারে ফাহিম বলেন যে , আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছি। এখন কিছুটা সুস্থ। নারায়ণগঞ্জবাসির কাছে দোয়া চাই।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …