15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / এক নবদম্পতি করোনা যোদ্ধা

এক নবদম্পতি করোনা যোদ্ধা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট: ৬ মাস হলো তাদের দাম্পত্ত জীবন। বয়স দুইজনের খুব একটি বেশী না। তাদের এখন সময় তারা তাদের দাম্পত্য জীবনের ভালো সময় কাটাবেন। কিন্তু এর মধ্যেই শুরু হলো মরনব্যাধী মহামারি করোনা ভাইরাস। যার নাম কোভিড ১৯। তখন তারা দাম্পত্য সুখের জীবনের কথা তো ভুলেই গেছেন সাথে জীবনের মায়াও ত্যাগ করে তারা ফ্রন্টলাইনার হিসেবে তাদের যে পেশা চিকিৎসা তারা  সে মানব সেবায় নিজেদের নিয়োজিত করলেন। তাদের একজন ডাক্তার মাহফুজা বেগম এবং ডাক্তার আওলাদ হোসেন  গাজী।

ডাক্তার মাহফুজা বেগম একজন গাইনি  ডাক্তার হিসেবে  করোনার রেড জোন খ্যাত  নারায়ণগঞ্জ এ দুইটি স্বনামধন্য ডায়গনষ্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিচ্ছেন।

অপরদিকে ডাক্তার আওলাদ হোসেন গাজী ঢাকার স্বনাম ধন্য ইউনাইটেড হাসপাতালে (গুলশান) চিকিৎসা সেবা দিচ্ছেন এবং সেখানেই কর্মরত আছেন।

 

খবর নিয়ে যানা যায় ডাঃ মাহফুজা বেগমের বাবা ও বোন এই চিকিৎসা সেবার সাথে জড়িত এবং তারাও চিকিৎসক। তারাও করোনার এই মহামারির সময় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

তাদের এই নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান নামে এক ব্যাক্তি পোস্ট করে লিখেন সধ্য বিবাহিত এক ডাক্তার দম্পতি বিয়ের পরপরই দেশে দেখা দেয় করোনা মহামারী সেই সময় নিজেদের কথা চিন্তা না করে তারা ঝাঁপিয়ে পড়েন মানবসেবায়। ডাক্তার মাহফুজা বেগম এবং ডাক্তার আওলাদ হোসেন গাজী। আপনাদের প্রতি এবং আপনাদের মত সকল ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।❤

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …