29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / এই সরকার আমাদের নেতাকর্মীদের গুম, খুন করেছে- সেলিমা রহমান

এই সরকার আমাদের নেতাকর্মীদের গুম, খুন করেছে- সেলিমা রহমান

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত যেভাবে তারা কাজ করেছেন সেটা আমাদের জন্য একটি বিরাট শক্তি। আমাদের এখন শক্তিশালী সংগঠন প্রয়োজন। যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করবে।

গত শনিবার ১৭ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সরকার আমাদের নেতাকর্মীদের গুম খুন করেছে। কারাগারে বন্দি করে রেখেছে। একই মধ্যে আমাদের সতেরোজন নেতাকর্মী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। আমি ঢাকায় ব্যানারে দেখলাম ফয়সালা নয় রাজপথে দায়িত্ব তুলে দেন জনতার হাতে। তারা স্লোগান খুঁজে পাঁচ্ছে না। আমাদের নেতার স্লোগান ধার করছে। আমরাও বলতে চাই তুলে দাও জনতার হাতে৷ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও। সরকার শান্তির সমাবেশের নামে সহিংস কর্মকাণ্ড চালায়। প্রতিটি জেলা ও থানায় তারা আমাদের ছেলেদের এ্যারেস্ট করছে। তবুও আপনারা তারেক রহমানের নেতৃত্বে এই কাউন্সিল করলেন। এই দক্ষ নেতৃত্ব আগামী দিনে যুদ্ধের ময়দানে আমাদের অত্যান্ত প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি নির্বাচন সুসংহত করেছে। কীসের নির্বাচন। সেই নির্বাচন হল রাতের নির্বাচন। এগুলো হল তাদের মিথ্যাচার। এগুলো মিথ্যা কথা। তাদের মিথ্যা জনগণ মানছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার শুধু ঋণ করছে। এই ঋণ জনগণের গলার কাটা। এরা শিক্ষার মানকেও শেষ করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো আজ সন্ত্রাসের আড্ডাখানা।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …