নিউজ ব্যাংক ২৪. নেট : এইচএসসি ২০২৩ সালের পরীক্ষায় এবারো শীর্ষস্থান দখল করেছে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ।
এবার এই কলেজ থেকে ২৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন ছাত্রী ডেঙ্গুজনিত কারণে ৬টি পরীক্ষা দিয়ে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সেই বিবেচনায় এইবার কলেজের শতভাগ পাশ থেকে বঞ্চিত হয়। পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয় ৬৮ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ২৪.৫৫% যা নারায়ণগঞ্জ জেলার মধ্যে শীর্ষে। সেই বিবেচনায় প্রতি বছরের ন্যয় এবারো নারায়ণগঞ্জ জেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ।
এই ফলাফলের জন্য কলেজের নিয়মতান্ত্রিক কঠোর অনুশীলন ব্যবস্থা ভালো ফলাফলের অন্যতম কৌশল বলে জানান কলেজের অধ্যক্ষ। শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে তিনি আরো বলেন, এই কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন সম্ভব হয়েছে নিয়মিত ক্লাস, শিক্ষকবৃন্দের ছাত্র-ছাত্রীদের তদারকি, শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে।