20 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / ঈদের ১০ দিন পূর্বে সকল শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে- গোলক

ঈদের ১০ দিন পূর্বে সকল শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে- গোলক

নিউজ ব্যাংক ২৪. নেট : ঈদের ১০ দিন আগে সকল শ্রমিকদের পূর্ণ মজুরি ও ঈদ বোনাস পরিশোধ করার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চ’র উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
রবিবার ১৬ মার্চ বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন, শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বিক্ষোভ মিছিল শেষে চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি করা হয়।
সমাবেশে উপস্থিত শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক, সাধারণ সম্পাদক নারীনেত্রী জেসমিন আক্তার, এসিআই সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, পরিবহন শ্রমিক নেতা মোঃ সবুজ শেখ, ছাত্র জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাজিয়া রিয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুস সবুর ।
শ্রমিক সমাবেশে উপস্থিত হয়ে শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক বলেন, সারা দেশে সকাল-সন্ধ্যা শ্রমিক কর্মচারীদের উপর নির্যাতন, মামলা, হামলা, জূলুম চলছে। তাছাড়া দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির ফলে দেশের শ্রমিক কর্মচারীরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি নারায়ণগঞ্জের প্রশাসন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন কিন্তু দেখা গেল উল্টো শ্রমিকরা গ্রেফতার হচ্ছে কেন? সমস্যা সমাধান হচ্ছে না আরো নতুন নতুন সমস্যা তৈরি করছে মালিক শ্রেণী।
বক্তব্যে তিনি আরও বলেন, শ্রমিক জাগরণ মঞ্চ ঈদের ১০ আগে শ্রমিকদের পূর্ণ বেতন ও পূর্ণ বেসিকের সমান ঈদের বোনাস দাবী মেনে নেয়ার জন্য মালিক শ্রেণীর প্রতি আহ্বান জানিয়েছেন। অতীতের ন্যায় শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ করা না হলে ঈদের পর শ্রমিকরা কাজে ফিরে আসবে না। তখন দেখা যাবে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে। তাই আমাদের ন্যায্য দাবী আসন্ন ঈদের পূর্বে নারায়ণগঞ্জসহ সারা দেশের সকল শ্রমিক কর্মচারীদের বেতন, ওভারটাইম ও বোনাস পরিশোধ করা হউক।

আরও পড়ুন...

বাংলাদেশ হোসিয়ারী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বদিউজ্জামান বদু, …