বিশেষ প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা’র ১০ দিন পূর্বে সকল শ্রমিকদের ঈদ বোনাস ও পূর্ণ বেতন সহ ন্যায্য পাওনা পরিশোধ করার দাবীতে ‘শ্রমিক জাগরণ মঞ্চ’ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শুক্রবার ১৬ জুন বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, গণপরিবহন সভাপতি শেখ সবুজ, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি শাহানাজ বেগম, নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি শ্রমিক নেতা মোর্শেদ আলম,কেয়া, সুবর্না,অর্পিতা,লক্ষি জাকারিয়া, রুবেল,নয়ন চন্দ্র দাস,রতন মেঘলা প্রমুখ নেতৃবৃন্দ।
শ্রমিক জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মোর্শেদ আলম এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহা। ঈদের ১০ দিন পূর্বে শ্রমিকদের পূর্ণ বেতন বোনাস পরিশোধ করে দেওয়া সকল শ্রমিকের দাবি। শ্রমিক জাগরণ মঞ্চ মনে করে এই দাবি শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি। শ্রমিক জাগরণ মঞ্চ বিকেএমইএ ও বিজেএমইএ মালিক সংগঠন এর নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে সকল শ্রমিকের বেতন বোনাস দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
বক্তারা আরও বলেন, এই দেশের ৮৫ শতাংশ রেমিট্যান্স আসে এই শ্রমিকদের শ্রমের বিনিময়ে। অথচ এই শ্রমিকরাই সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত এবং নিগ্রহের শিকার। দেশের এত বড় বাজেটের এক অংশও শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয়নি। অথচ এই শ্রমিক শ্রমে -ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে।