29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ইসলামী আন্দোলনের ২৯ তারিখের সমাবেশ সফল করতে ব্যাপক গণদাওয়াত অব্যাহত

ইসলামী আন্দোলনের ২৯ তারিখের সমাবেশ সফল করতে ব্যাপক গণদাওয়াত অব্যাহত

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে চাষাড়া শহীদ মিনারে ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে বিশাল সমাবেশ-এর আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি  নূরুল বশর আজিজী, মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম,

সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মুহাম্মাদ মাসুম বিল্লাহ।

রবিবার ২৪ সেপ্টেম্বর সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্টজনদের নিকট সমাবেশের দাওয়াত পৌঁছানো হয়। তারা সমাবেশের সফলতা কামনা করেন এবং উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, জেলা সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওমর ফারুক, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহনগরের সভাপতি মাও. আ. হান্নান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. যোবায়ের হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্মেলন পর্যন্ত পর্যায়েক্রমে বিভিন্ন মহলে দাওয়াতী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …