নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মধ্যরচর গ্রামে গত ৭ই জুলাই ২০১৮ তারিখ সন্ধ্যা ৬টা ঘটিকার সময় লিটন বাহিনীর আক্রমনের শিকার হয় একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোজিনা। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, দা-ছুরি, লোহার রড নিয়ে মধ্যরচর গ্রামের বাবুল মিয়ার বাড়ীতে আক্রমন করে এবং বাবুল সহ তার স্ত্রী রোজিনাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। রোজিনা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ঘটনার পরদিন বিকাল ৩ টায় মৃত্যুবরণ করে।
এ ঘটনায় রোজিনার স্বামী বাবুল মিয়া বাদী হয়ে আসামী বেনজীর আহম্মেদ বেনু (৫০) পিতামৃত-বাছেদ সাং-মধ্যরচর কালাপাহাড়িয়া থানা-আড়াইহাজার জেলা-নারায়ণগঞ্জ সহ মোট ৩০ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানার মামলা নং-১২, তাং-০৯/০৭/২০১৮খ্রিঃ ধারা-১৪৩/ ৪৪৭/৪৪৮/৩৮৫/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৮০/৫০৬/৪২৭/ ৩৪ পেনাল কোড দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডিতে পুলিশ পরিদর্শক মোঃ বাবুল হোসেন (মোবাঃ ০১৭১১-৪৬৭১৩০) এর নিকট তদন্তাধীন।
আসামী বেনজীর ঘটনার পর নিজ ঘর ছেড়ে অন্যত্র পলাতক ছিল। ১৬/০৭/২০২০ তারিখ সন্ধ্যা ৭ টায় আড়াইহাজার উপজেলার সামনে হতে আসামী বেনজীরকে গ্রেফতার করে সিআইডি।
আসামীকে আগামীকাল রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে।