নিউজ ব্যাংক ২৪. নেট : আতায়ে রাসুল সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর পবিত্র ওরশ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা নাসিক ২৩ নং ওয়ার্ডস্থ ইস্পাহানী বাজার এলাকায় আল মাদানী ইসলামী সংগঠন (এ বি ) এর উদ্যোগে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরন করা হয় ।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, আল মাদানী ইসলামী সংগঠন (এ বি ) এর সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক মো. বাদল, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আসাদুর জামান খান ।
আরোও উপস্থিত ছিলেন, মো.মনির, মো.শাহিন, মো.মাহিন, মো.সবুজ, মো.রাসেল আরোও সংগঠনের অনেকে ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ইস্পাহানী বড় জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মো. সামছুর রহমান ।
মোনাজাত পরিচালনা করেন, ইস্পাহানী বাজার ইসলামী বায়তুল আমান জামে মসজিদ এর পেশ খতিব ও ঈমাম হযরত মাওলানা গাজী মো. সিরাজুল ইসলাম কুদরতি।