5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / আলীরটেকে ফেরী উদ্বোধনে সেলিম ওসমান- জনগণের মনোনয়নে আমি নির্বাচন করবো

আলীরটেকে ফেরী উদ্বোধনে সেলিম ওসমান- জনগণের মনোনয়নে আমি নির্বাচন করবো

নিউজ ব্যাংক ২৪. নেট : চর অঞ্চলের মানুষের দূর্ভোগের শেষ নেই। প্রাকৃতিক পরিস্থিতির বিভিন্ন বাঁধা- বিপুত্তি নিয়ে চলে চর অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন।নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের আশা-আকাঙ্খার সপ্ন পুরন করলেন সাংসদ সেলিম ওসমান। আলীরটেক ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেনের প্রচেষ্টায় দানবীর সাংসদ সেলিম ওসমান জনগণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ফেরী চালু করেন।

জনগনকে উপহার হিসেবে বিনা ভাড়ায় যানবাহন যাতায়াতের জন্য আলিরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মাধ্যমে শুভ উদ্বোধন করেন এমপি সেলিম ওসমান ।

ফেরী সার্ভিস চালু উপলক্ষে আলীরটেক ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান বলেছেন, এবার জনগণের মনোনয়নে আমি নির্বাচন করবো, দল থেকে করবো নাকি, নিজে থেকে করবো , সেটাও সিদ্ধান্ত নিবে জনগণ, আপনাদের মতামতের ভিত্তিতে।

নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ফেরী সার্ভিস উদ্বোধনের পর শনিবার (১৪ই অক্টোবর) বেলা সাড়ে ১২টায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জননন্দিত এই সাংসদ বলেন, এর আগে আমার মা আমাকে অনুমতি দিয়ে ছিল নির্বাচনের জন্য। এবার মনোনয়ন দিবেন আপনারা। নির্বাচনের আগে আপনাদের কাছে আমি আসবো। আপনারা অনুমতি দিলেই আমি নির্বাচন করবো। আর অনুমতি না পেলে নির্বাচন করবো না। সেলিম ওসমান বলেন, সংসদ সদস্য থাকা কালিন সময়ে আমার শরীরে আটটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক আমাকে বলে দিয়েছিল তোমার হায়াত আছে বলে আমরা বিশ্বাস করি না । অথচ আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এর কারণ হচ্ছে আপনাদের দোয়ায়, আমি অসুস্থ্য থাকা কালিন সময়ে আমার আসনের এমন কোন মসজিদ, মাদ্রাসা ছিল না, যেখানে আমার জন্য দোয়া হয় নাই। লাখ লাখ মানুষ আমার জন্য দোয়া করেছে। সে কারণেই আমি সুস্থ্য আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে উপার্জন করতে পারি, আর জনগণের জন্য কিছু করতে পারি। আর সেটা যেন আগামী প্রজন্মের জন্য হয়। সাংসদ আরও বলেন স্বাধীনতার পরে ৩ বছর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশে ব্যাপক উন্নয়ন করে গিয়েছিলেন। মাঝে উন্নয়ন থমকে গিয়েছে। এখন আবার তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়ে আমাদের সব কিছু সহজলভ্য করে দিয়েছে। এখন আর আপনার বাসায় রাতে কুপি ধরাতে হয় না. রাস্তা-ঘাট পাকা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হলে বাংলাদেশ আর কোথাও কখনো আটকাবে না। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করবেন।

আলীরটেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান এর সহধর্মীনি নাসরিন ওসমান, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুম, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলার কামরুল হাসান মুন্না, ফরায়েজী ময়ালী প্রধান আনোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের মেম্বার, ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …