22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / আলীরটেকে চাচার ভাড়াটিয়ে সন্ত্রাসী কর্তৃক ভাতিজাকে বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা সহ নগদ টাকা লুট এবং গবাদিপশুকে রক্তাক্ত জখম- থানায় অভিযোগ

আলীরটেকে চাচার ভাড়াটিয়ে সন্ত্রাসী কর্তৃক ভাতিজাকে বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা সহ নগদ টাকা লুট এবং গবাদিপশুকে রক্তাক্ত জখম- থানায় অভিযোগ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া গ্রামে আপন চাচা কর্তৃক ভাতিজার উপর ভাড়াটিয়ে লোকজন দ্বারা ঘর-বাড়ী ভাংচুর, নগদ টাকা লুট, গবাদিপশুর উপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার ১৯শে জুন সকাল ৬টার সময় আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া গ্রামে মোঃ কাশেম (৭০) জোরপূর্বক আপন ভাতিজাকে তার নিজ বাড়ী থেকে উচ্ছেদ করে দখল নেয়ার চেষ্টা করে। এ সময় কাশেম মিয়ার ভাড়াটিয়ে সন্ত্রাসী বাহিনীরা নিরহ আবুল হোসেন (৫০) এর বসত বাড়িতে অনাধীকার প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

 

তাছাড়া সন্ত্রাসী কর্মকান্ডেলিপ্ত কাশেম মিয়ার সন্ত্রাসী ছেলে আরিফ (৩৫) এবং মেয়ে খালেদা সাথে এই হামলা ও লুটের ঘটনায় আরো ছিলো একই গ্রামের সন্ত্রাসী হাকিম মাদবর, সুরুজ মিয়া, গিয়াস উদ্দিন, সুমন, কামাল, আলমগীর, সাদ্দাম হোসেন, জামাল, বাদশা মাদবরসহ অজ্ঞাত সশস্ত্র ক্যাডার বাহিনী।

হামলার ঘটনায় বাদী আবুল হোসেনের বাড়ি থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ২ ভরি স্বর্ণ লুট করে উপরোক্ত সন্ত্রাসীরা। তাছাড়া সন্ত্রাসীরা আবুল হোসেনের গৃহপালিত গবাদিপশুর উপর হামলা করে রক্তাক্ত জখম করে।


এ বিষয়ে নিরহ আবুল হোসেন তার আপন চাচা কাশেম মিয়ার সহ ৪ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
ঘটনার বিষয়ে বাদী আবুল হোসেন জানায়, আমার উপর অমানবিক অন্যায় করেছে আমার চাচা। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার সুবিচার চাই আইনের কাছে।

 

এ ঘটনার তদন্তকারী এসআই মোঃ সজিব জানায়, বাদী আবুল হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি অচিরেই এ বিষয়ে গৃহিত পদক্ষেপ গ্রহণ করা হবে আইনে ধারা অনুসারে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …