নিউজ ব্যাংক ২৪ ডট নেট : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জননেতা আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ই আগষ্ট বাদ আছর নগরীর আল্লামা ইকবাল রোডে আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমান সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের নেওয়াজ বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাসিম ওসমান দুঃস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, সাগংঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলষি ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ.কে পিন্টু, কোষাধ্যক্ষ সাইফুল আমির হোসেন আনু খোকা, প্রচার সম্পাদক সৌরভ প্রধানসহ প্রমুখ।