28 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / আমতলীতে ইউএনও মনিরা পারভীনের সহায়তা পেলো ২শত পরিবার

আমতলীতে ইউএনও মনিরা পারভীনের সহায়তা পেলো ২শত পরিবার

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : (সৈয়দ নুহু উল আলম নবীন- বরগুনা প্রতিনিধি) : করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এর উদ্যোগে আঠারোগাছিয়া ইউনিয়নের ২শত হতদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া প্রয়োজনীয় সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র মানুষ। এসব হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপদকালীণ খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন সোমবার ৬ই এপ্রিল সকালে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও ১ লিটার তেল দেয়া হয়।

খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর বরগুনা জেলা কন্টিনজেন্টের কমান্ডার রাকিব, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মজিবর রহমান ও তামান্না আফরোজ মনি, বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, আঠারাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন আর রশিদ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালীণ সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …