নিউজ ব্যাংক ২৪. নেট : আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে নারী জাগরণ মঞ্চের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ই মার্চ বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভানেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, নারী নেত্রী আকলিমা খাতুন, কেয়ামনি কুলসুম বেগম, খালেদা জোসনা, মাকসুদা, জয়িতা রহমান, মেঘলা, খাদিজা, সূবর্ণা, নাজমা, তাসলিমা শাহনাজ, রোকেয়া, জাহানারা প্রমুখ। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত নারী নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেসমিন আক্তার বলেন, সমাজের সমস্ত পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতন ও ইবটিজিং মহামারী আকার ধারণ করেছে। সরকার ও প্রশাসন চাইলেই প্রচলিত নারী নির্যাতন ও ইবটিজিং প্রতিরোধে কঠোর আইন অনুযায়ী সমগ্র দেশ থেকে সম্পূর্ণরূপে নারী নির্যাতন বন্ধ করতে পারেন। কিন্তু সরকার ও প্রশাসনের বিন্দুমাত্র খেয়াল নেই। তারা ব্যস্ত লুটপাট, দূর্নীতি ও দেশের টাকা বিদেশে পাচার করতে। সরকার যদি অনতিবিলম্বে নারী নির্যাতন ও ইবটিজিং বন্ধের কার্যকর বূমিকা না নেয় তাহলে নারী জাগরণ মঞ্চ সারাদেশে নারীদের নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সমাবেশ শেষে নগরীর চাষাড়া এলাকায় সংক্ষিপ্ত র্যালী করেন নেতৃবৃন্দ।