13 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / অর্থের অভাবে করোনা মোকাবেলার কাজ স্থগিত জাগ্রত সংসদের

অর্থের অভাবে করোনা মোকাবেলার কাজ স্থগিত জাগ্রত সংসদের

নিউজ ব্যাংক ২৪ ডট নেট:  নারায়ণগঞ্জের জনপ্রিয় সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। করোনা মোকাবেলায় প্রথম থেকেই এই সংগঠনের নেত্রীবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করছে। এবং নারায়ণগঞ্জ এর মানুষের মনে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে। শুধু করোনা মোকাবেলায় নয় রোহিঙ্গা সংকটেও প্রায় ৩ লক্ষ টাকার ত্রান তারা পাঠিয়েছিলো।

বার বার হামলার শিকার এই সংগঠন কোথাও নত না হয়ে এই সংগঠন তার আপন গতিতে কাজ করছে। কিন্তু এবার আর কোন হামলা মামলা নয়। অর্থ সংকটে তারা এবার তাদের সকল কার্যক্রম স্থগিত করেছে বলে তাদের ফেইসবুক পেইজ থেকে ঘোষনা করা হয়েছে।

এ ব্যাপারে সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা ২ লক্ষ ৭৩ হাজার ৪ শত ৪৩ টাকার কাজ করতে পেরেছি। মাত্র ২ মাসে। আমাদের এই কমিটির এখনো শপথ নেয়া হয়নি। এর মধ্যই আমরা দ্বায় বদ্ধ থেকে এই কাজ করছি। এবং সংসদের ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়া আছে ২২০০০ টাকার উপরে।

আমরা আমাদের সদস্যদের মাসিক চাদা আমরা করোনা পরিস্থিতির কারনে সংগ্রহ করতে পারি নাই। আমরা আমাদের নিজেদের পকেটের টাকা, এবং ভাই বোন বন্ধু বান্ধব আত্বীয় স্বজদের মাধ্যমে ১ লক্ষ ৯৩ হাজার টাকার মত এবং আমার কমিটির সদস্যদের মাধ্যমে ১৭ হাজার টাকার মত এবং আমার ব্যাক্তিগত টাকা ৬৩ হাজার টাকার মত দিয়ে এই করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছিলাম। কিন্তু আমাদের সকল ফান্ড শেষ হবার কারনে আমরা আর আগাতে পারছিনা। আবার দেনার ভার তো আছেই। সব কিছু কাটিয়ে উঠলে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে।

যারা আমাকে অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই।

দোয়া করবেন যেনো আমরা আবার মানুষের সেবায় নিয়োজিত হতে পারি।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …