16 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / ঢাকায় হরিজন কলোনীতে হামলার ঘটনায় নাসিক ওয়ার্কার্স ইউনিয়নের তীব্র নিন্দা 

ঢাকায় হরিজন কলোনীতে হামলার ঘটনায় নাসিক ওয়ার্কার্স ইউনিয়নের তীব্র নিন্দা 

নিউজ সব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ঢাকায় বংশাল রোডের মিরনজিল্লা হরিজন পল্লীতে গতকাল ১০ জুলাই ২০২৪ খ্রি. দুপুরে স্থানীয় আউয়াল কমিশনারের নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে গতকাল যে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাই। শত শত বছর ধরে হরিজন সম্প্রদায় এখানে বসবাস করে আসছে। বর্তমানে আমরাই এই ভূমির প্রকৃত মালিক। এখানে আমাদের হরিজনদের উচ্ছেদ করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দ দেয়ার নামে উচ্ছেদের ষঢ়যন্ত্র করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি শিমুল দাস ও সাধারণ সম্পাদক কিশোর লালসহ আমরা নারায়ণগঞ্জের হরিজন ও দলিত সম্প্রদায় এ ধরনের হামলা ও উচ্ছেদ তৎপরতা বন্ধের জোর দাবি জানাচ্ছি। গত কয়েক বছর ধরে লক্ষ করছি একদল ভূমিদস্যু সারাদেশে হরিজন সম্প্রদায় ও দেশের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর আবাস ভূমি থেকে তাদের উচ্ছেদ ও অবৈধ ভূমি দখলের পায়তারা করে চলেছে। তারা শত শত কোটি টাকার ভূমি অবৈধ দখল করে চলেছে। এদের বিরুদ্ধে দেশের সকল হরিজন ও দলিত সম্প্রদায়ের সাধারন মানুষদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।

আমাদের এ আন্দোলনে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল বিবেকবান মানুষদের সমর্থন ও সহযোগীতা কামনা করছি।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …