10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার

৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ২৯ মে ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসষ্ট্যান্ড সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিমপাশে দি বারাকাহ হাসপাতাল এর সামনে মূল সড়কের উপর একটি টয়োটা কার এ দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ (২৮), পিতা-আব্দুল মান্নান, মাতা- মৃত রুনু বেগম, সাং-পায়রা বন্দর (বটতলা), চান্দুখালী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, এ/পি-কদমতলী চৌরাস্তা (মোঃ আফজাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা এবং ২। মোঃ হেলাল (২২), পিতা মোঃ হারুন ফকির, মাতা- মোছাঃ তারাবানু, সাং-লক্ষীপাশা, ইউনিয়ন-আদাবাড়ীয়া, থানা-বাউফল, জেলা- পটুয়াখালী, এ/পি-সাং-আগানগর ঈমাম বাড়ী রোড, জিনজিরা, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’দ্বয়কে ৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি টয়োটা কার উদ্ধার সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …