নারায়ণগঞ্জ এর ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়নের “হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়” এর প্রবীণ সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হেলাল উদ্দিন স্যার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩২ বছর যেই বিদ্যাপীঠকে নিজের দ্বিতীয় ঘর মনে করে তাঁকে ও তার শিক্ষক-শিক্ষার্থীদের তিনি আগলে রেখেছিলেন । সেই প্রিয় বিদ্যালয় আজ তার শেষ কর্ম দিবসে আনুষ্ঠানিকভাবে সম্মাননার মাধ্যমে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুহাম্মদ মনির হোসেন। এই বিদায়কালে হয়তো সকলের মনে প্রতীকী হয়ে বেজে উঠে ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ . সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, প্রাক্তণ ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মৎ লুৎফুননেছা, সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন প্রমুখ। বিদায়ী শিক্ষক মাওলানা মোঃ হেলাল উদ্দিন ১৯৮৮ সালে এই স্কুল থেকে তার কর্মজীবন শুরু করেন এবং ৩১ ডিসেম্বর ২০২০ইং এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেন।কর্মময় জীবনে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার সম্মানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।